সোমবার, ৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ঘুষের টাকা ফেরত দাবিতে বিক্ষোভ

চাকরি দিবে বলে ঘুষ নেওয়া হয়েছিল কিন্তু চাকরি হয়নি। তাই বেশ কিছু লোক গতকাল দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেষ মোড়, দিগারকান্দা মোড় ও ফার্মিং হাউস মোড়ের গেট বন্ধ করে বিক্ষোভ জানাতে থাকে। তারা স্লোগান দেয় 'ঘুষের টাকা ফেরত চাই'। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা উপাচার্যের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের অভিযোগ এনে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। তারা বলেন, 'গ্যাং অব ফাইভ'-এর দুর্নীতিতে বিশ্ববিদ্যালয় রসাতলে যাচ্ছে। তারা যে পাঁচজনকে দুর্নীতির হোতা বলে অভিহিত করেন। এরা হলেন- উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক, রেজিস্ট্রার আবদুল খালেক, এডিশনাল রেজিস্ট্রার ইউসুফ আলী মণ্ডল, আরেক অতিরিক্ত রেজিস্ট্রার আবদুল বারেক ও উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) সেলিম উদ্দিন। অভিযোগ উঠেছে আইন ও বিধি ভেঙে ২৮৭ জন কর্মচারীর স্থলে ৩০৪ জন কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্যাং অব ফাইভ। বিক্ষোভকারীরা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩০৪ জনের অবৈধ নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে দুষ্টচক্রটি বেকায়দায় পড়েছে। জানা গেছে, গত বছরের শুরুর দিকে ২৮৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর দুটি আলাদা কমিটির মাধ্যমে ওইসব পদে দীর্ঘদিনের প্রথাগত নিয়ম ভেঙে শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে সিন্ডিকেটেরও কোনো অনুমোদন নেই। পরে বিজ্ঞপ্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ম-কানুনের কোনো তোয়াক্কা না করে কর্মচারী পদে ৩০৪ জনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়।

সর্বশেষ খবর