সোমবার, ৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

তিন মাস পর পেছনের দরজা দিয়ে ঢুকলেন ভিসি

তিন মাস পর পেছনের দরজা দিয়ে ঢুকলেন ভিসি

আন্দোলনকারীদের তোপের মুখে পেছনের দরজা দিয়ে ক্যাম্পাসের বাসায় ঢুকলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এ কে এম নূর-উন-নবী। তিন মাস ঢাকায় অবস্থানের পর গতকাল সকালে তিনি রংপুরে আসেন। পরে বিপুল সংখ্যক পুলিশ প্রহরায় তিনি বাসায় ঢুকেন। এদিকে উপাচার্যের ফেরার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে এবং কালো পতাকা হাতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন 'সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ'-এর সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উপাচার্যকে তার কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। তার অধীনে আমরা কেউ কাজ করব না। কাউকে কাজ করতেও দেব না। উপাচার্যের অপসারণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে তিন মাস ধরে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন শুরুর পরই রাতের অাঁধারে ঢাকা চলে যান উপাচার্য। টানা আন্দোলনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভর্তির জন্য নিবন্ধনকারী ৯০ হাজার শিক্ষার্থী।

 

সর্বশেষ খবর