সোমবার, ৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা
লটারি প্রথা বাতিল

উপজেলা নির্বাচনে প্রার্থীরা সমান ভোট পেলে আবার ভোট

স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার সঙ্গে সমন্বয় রেখে উপজেলা পরিষদ নির্বাচনেও সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে পুনঃ ভোটের বিধান করা হয়েছে। ২ মার্চ গেজেট হওয়া সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই বা ততধিক প্রার্থী সমান ভোট পেলে তাদের মধ্যে পুনঃ ভোটের ব্যবস্থা করা হবে। এদিকে জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের চার নির্বাচনের জন্য আলাদা প্রতীক নিয়ে ইসি এখন ২১৩টি প্রতীক সংরক্ষণ করল। জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য আলাদা প্রতীক সংরক্ষণের ধারাবাহিকতায় শেষ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৪৬টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যানের পদের প্রতীক-আনারস, কাপ-পিরিচ, চিংড়ি মাছ, মোটরসাইকেল, ঘোড়া, টেলিফোন, দোয়াত-কলম, ব্যাটারি, হেলিকপ্টার, ফেজ টুপি, মুকুট, জোড়া ফুল, হাঙ্গর ও নারিকেল জোড়া। ভাইস চেয়ারম্যান পদে-আইসক্রিম, উড়োজাহাজ, গ্যাস সিলিন্ডার, চশমা, টাইপ রাইটার, টিউবওয়েল, টিয়া পাখি, তালা, পালকি, বই, বৈদ্যুতিক বাল্ব ও মাইক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- প্রজাপতি, হাঁস, ফুটবল, ক্যামেরা, কলস, পদ্ম ফুল, ফুলের টব, বৈদ্যুতিক পাখা, তীর-ধনুক ও সেলাই মেশিন। সংরক্ষিত মহিলা সদস্য পদে-টেবিল, মোরগ, পেঁপে, বালতি, হরিণ, চাঁদ, ঢেঁকি, খরগোশ, বক ও গিটার। এর আগে উপজেলা পরিষদের চারটি পদে ৪০টি প্রতীক ছিল।

সর্বশেষ খবর