মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

পিছিয়েছে কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি

পিছিয়েছে কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর ১ এপ্রিল শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। রবিবার আসামিপক্ষ চার সপ্তাহ সময়ের আবেদন করে। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মৌলভি ওয়াহেদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। চেম্বার বিচারপতি আসামিপক্ষের রিভিউ আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ৫ মার্চ আসামিপক্ষ ওই রায়ের রিভিউ আবেদন করে।

নিজামীর মামলা কার্য তালিকায় : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের আবেদন কার্য তালিকায় এসেছে। আবেদনটি আপিল বিভাগের আজকের কার্য তালিকার দ্বিতীয় ক্রমিকে রয়েছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের তারাইল উপজেলার পলাতক সৈয়দ মোহাম্মদ হাছান আলীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ২০তম সাক্ষী গৌরী রানী চক্রবর্তী। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ করেন।

গৌরী রানী চক্রবর্তী জবানবন্দিতে বলেন, ১৯৭১ সালের ৮ অক্টোবর হাছান আলী আমার দেবর জীবন চক্রবর্তী ও কামিনী ঘোষকে নিজ হাতে গুলি করে হত্যা করেন।

 

সর্বশেষ খবর