মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ ০০:০০ টা

পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হচ্ছে : পীর চরমোনাই

পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল হচ্ছে : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, দেশে অশান্তির দাবানল জ্বলছে। মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। যা কোনো শান্তিকামী মানুষের কাম্য নয়, কোনো সুস্থ মানুষের পক্ষে এ পরিস্থিতি মেনে নেওয়াও অসম্ভব। অথচ উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিল হচ্ছে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, দেশবাসী এ সংকটের শান্তিপূর্ণ উত্তরণ চায়। এ পরিস্থিতি থেকে নিষ্কৃৃতি চায়। রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে বিকালে ইসলামী আন্দোলনের পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব ইউনুছ আহমাদের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আলহাজ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।

 

সর্বশেষ খবর