মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫ ০০:০০ টা
ডিবি পুলিশের কীর্তি

বাবা-ছেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি!

বাবা-ছেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি!

নারায়ণগঞ্জে ডিবি পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে দশম শ্রেণির এক স্কুলছাত্র ও তার বাবাকে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। তাদের স্বজনরা জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা ডিবির একটি দল দুজনকে ফতুল্লার বাড়ির সামনে থেকে হ্যান্ডকাফ পরিয়ে শহরের দিকে নিয়ে যায়। ডিবির অফিসার শওকত এ সময় তাদের পূর্বপরিচিত বাবু নামে আরেক গার্মেন্ট কর্মীর ঠিকানা জানতে চান। ঠিকানা দেওয়া হলে পুলিশ বাবুকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘরে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। ঘণ্টাখানেক পর বাবু ৫০ হাজার টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। তখন সাগর ও তার বাবা তাদের আটকে রাখার কারণ জানতে চান। এ প্রশ্নে পুলিশ সাগরকে মারধর করতে থাকে। একপর্যায়ে তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করে পুলিশ। বাবা শফিকুলকে আটকে রেখে তারা ২০ হাজার টাকা নিয়ে আসার শর্তে সাগরকে ছেড়ে দেয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর