শিরোনাম
শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা
আলোচনা সভায় বাম নেতারা

গণতন্ত্র বাদ দিয়ে কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব?

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা কোনো বায়বীয় বিষয় নয়। শাসক দল বলছে মুক্তিযুদ্ধের চেতনার জন্য গণতন্ত্র বাদ দিতে হবে। গণতন্ত্র বাদ দিয়ে কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব? রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় গতকাল এমন প্রশ্ন তোলেন বক্তারা। সিপিবি সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

সর্বশেষ খবর