বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

রাজনীতি মানে এখন আতঙ্ক খুন ও গুম

চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, এখন রাজনীতিই মানে ভয়, আতঙ্ক, খুন ও গুম। এ অপরাজনীতির কবল থেকে সব দেশপ্রেমিক ইমানদার জনতাকে বের হয়ে মানুষের কল্যাণে ব্রতী হতে হবে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, সিটি নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকার মালিকদের বয়কট করতে হবে। আল্লাহভীরু নেতত্ব নির্বাচিত করতে হবে। তিনি বলেন, প্রচলিত রাজনীতির বলি হয়ে অনেকে বিধবা, পিতৃহারা হচ্ছেন। গুম ও খুনের আতঙ্কে মানুষ। এমনকি রাজনৈতিক সংকট জনজীবনকে এতটাই জিম্মি ও অসহায় করে তুলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর