রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সাবেক দুই মেয়রকে সঙ্গে নিয়ে প্রচারণায় নাছির ও মনজুর

সাবেক দুই মেয়রকে সঙ্গে নিয়ে প্রচারণায় নাছির ও মনজুর

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় গতকাল প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আ জ ম নাছির ও মোহাম্মদ মনজুর আলম একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন -বাংলাদেশ?প্রতিদিন

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে ভোট চাইলেন নাগরিক কমিটির মেয়রপ্রার্থী আ জ ম নাছিরউদ্দিন। গণসংযোগ ও প্রচারণাকালে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়নের জন্য আ জ ম নাছিরকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় মঈনউদ্দিন খান বাদল এমপি, প্রবীণ রাজনীতিবিদ সফর আলী, আলতাফ হোসেন বাচ্চু সঙ্গে ছিলেন। পক্ষান্তরে বিএনপি সমর্থিত চট্টগ্রাম নাগরিক উন্নয়ন আন্দোলনের প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গণসংযোগ ও মতবিনিময় করেন আরেক সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে সঙ্গে নিয়ে। বিকাল ৩টায় মনজুর আলম নগরীর চট্টেশ্বরী রোডে সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসভবনে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচনী মাঠে আলাউদ্দিন নাসিম : মেয়রপ্রার্থী আ জ ম নাছিরের পক্ষে তারুণ্যকে নতুন আলোয়-উদ্যোমে জাগাতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এক সপ্তাহ ধরে তিনি চট্টগ্রামের বিভিন্ন সংগঠন, ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন। মনজুর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা : নগরীর বায়েজিদে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমকে লাঞ্ছিতের চেষ্টা করা হয় বলেও জানা গেছে। গতকাল সন্ধ্যায় সংঘটিত এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ও নগর বিএনপি পৃথক বিবৃতি দিয়েছে। এতে হামলাকারীদের গ্রেফতার দাবি করা হয়। সৈয়দ ওয়াহিদুল আলম জানান, বায়েজিদ থানার বাংলাবাজারে মনজুর আলমের পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন করতে যাওয়ার পথে ঝাড়ু-জুতা নিয়ে ছাত্রলীগ কর্মীরা অনুষ্ঠানে হামলা চালায়।
এ সময় তারা মেয়র প্রার্থী মনজুর আলমকে উদ্দেশ করে গালিগালাজও করতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা মনজুর আলমের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের বেশিরভাগই নারী। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল বণিক বলেন, ‘সৈয়দ ওয়াহিদুল আলম প্রচারণা চালানোর সময় পাশ দিয়ে অন্য একটি মিছিল যাওয়ার সময় সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে শুনেছি। বড় কোনো সমস্যা হয়নি।’

সর্বশেষ খবর