শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মসজিদে মসজিদে প্রচারণা

মসজিদে মসজিদে প্রচারণা

জুমার দিন গতকাল মসজিদে মসজিদে প্রার্থীরা ভোটের প্রচারণা চালিয়েছেন। তারা মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেছেন। করেছেন সবার দোয়া কামনা। প্রার্থীদের কেউ কেউ মুসল্লিদের ধর্মীয় স্বাধীনতা প্রতিপালনের নিশ্চয়তা দিয়ে ভোট চেয়েছেন। কেউ সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় শেষে দুই সিটির বিভিন্ন মসজিদের সামনে দাঁড়িয়ে মেয়র, কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা লিফলেট বিতরণ করেন। নামাজ শেষে প্রার্থীরা এলাকার অলিগলিতে প্রচারণা চালান। পথসভাও করেন।

এদিকে মেয়র নির্বাচিত হলে ধর্মীয় সম্প্রীতির নগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের ময়ূর প্রতীকে ভোট প্রার্থনা করেছেন নাদের চৌধুরী। গতকাল রাজধানীর উত্তরার বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করেন জাসদ সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী নাট্যশিল্পী নাদের চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মুসল্লিদের উদ্দেশে নাদের চৌধুরী বলেন, জঙ্গি-মৌলবাদের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। কোনো ধরনের সহিংসতা ধর্মীয় রীতিনীতি হতে পারে না। মেয়র নির্বাচিত হলে সাধারণ মানুষের সম্প্রীতির নগর হিসেবে গড়ে তোলা হবে উত্তর সিটি করপোরেশনকে। দক্ষিণের জাসদ সমর্থিত মেয়র প্রার্থী শহীদুল ইসলাম যাত্রাবাড়ীর মসজিদে লিফলেট বিতরণ করেন। পরে তিনি ভিক্টোরিয়া পার্ক, বাংলাবাজার, লক্ষ্মীবাজার এলাকায় গণসংযোগ করেন।

এদিকে পরিচ্ছন্ন শহর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে মাহী বি চৌধুরী। উত্তর সিটির মেয়র প্রার্থী মাহী গতকাল গুলশান শুটিং ক্লাব থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। তিনি নিকেতন আবাসিক এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তৃতা এবং গণসংযোগ করেন। পথসভায় তিনি পরিচ্ছন্ন হবে শহর, পরিচ্ছন্ন হবে রাজনীতি স্লোগানে নিজের ঈগল প্রতীকে ভোট চান। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা হবে প্রজন্ম শহর, যেখানে থাকবে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা, যানজট নিরসনে ঢেলে সাজানো হবে ট্রাফিকব্যবস্থা। শক্তিশালী নাগরিক কমিটির মাধ্যমে মাদক সেবন বন্ধ করা হবে। মাহী বলেন, ২৮ এপ্রিল জনগণ তাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন। এদিকে তিলোত্তমা রাজধানীর নামে বস্তি-রিকশা-হকার উচ্ছেদ নয়, মেয়র নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করেছেন বাসদ সমর্থিত দক্ষিণের মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ। গতকাল মতিঝিল কলোনি ও কমলাপুর এবং বিকালে কামরাঙ্গীরচর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন। তিনি সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রতীক হিসেবে টেবিলে ভোট চান। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত বাসযোগ্য ঢাকা আন্দোলনের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেছেন, দুর্বৃত্ত-মাফিয়া চক্রের হাত থেকে ঢাকাকে রক্ষা করতে হবে। তিনি বলেন, ঢাকা শহর এখন লুটেরা-দুর্বৃত্ত-মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, সাত মসজিদ, মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, সেনপাড়া, খিলগাঁও, উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী সিটি নির্বাচনে সে লক্ষ্যেই ব্যালটবিপ্লব ঘটাতে হবে। বিভিন্ন পথসভায় তিনি ১ বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের ওপর নিপীড়নকারীদের গ্রেফতার না করলে ১৮ এপ্রিল থেকে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এদিকে ঢাকাকে আধুনিক নগরীতে পরিণতের অঙ্গীকার করে অলিগলি, মসজিদে মসজিদে ভোট চেয়েছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলন সমর্থিত উত্তরের প্রার্থী সাকি গতকাল আজমপুর, রাজলক্ষ্মী, জসীমউদ্দীন এলাকার বিভিন্ন সড়কে-মোড়ে-বাজারে-ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং মানুষের সঙ্গে কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, 'আগামীর ঢাকা গড়াই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে এমন নগরী গড়া হবে যার নদীর পানি হবে কল-কারখানার দূষণমুক্ত। বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকাকে করা হবে সবচেয়ে আধুনিক নগরী।' এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নিজের প্রতীকে ভোট চান দক্ষিণের সাইফুদ্দিন মিলন, আবদুল খালেক, এস এম আকরাম, উত্তরে বাহাউদ্দিন বাবুল। চরমোনাইর পীর আজ গণসংযোগে নামছেন : ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী শেখ ফজলে বারী মাসউদের পক্ষে আজ গণসংযোগে মাঠে নামছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সকাল ১০টায় মিরপুরের কালশী থেকে এ গণসংযোগে যুক্ত হবেন তিনি। পরে পল্লবী, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, মিরপুর-১০, কাফরুল, মিরপুর-১, শাহআলী, দারুসসালাম, কল্যাণপুর শহীন মিনার রোড, শ্যামলী, কৃষি মার্কেট, শিয়া মসজিদ, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, খামারবাড়ী, ফার্মগেট হয়ে কারওয়ান বাজারে বেলা ১টায় সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ করবেন। মাঠে সহস্র নাগরিক কমিটি : ১০টি আলাদা টিম গঠন করে ঢাকা উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সহস্র নাগরিক কমিটি। গতকাল কমিটির নেতারা আজিমপুর কলোনি, ছাপরা মসজিদ, ধোলাইপাড়, ধলপুর, জুরাইনের বিভিন্ন এলাকায় গিয়ে সাঈদ খোকনের পক্ষে ইলিশ মাছ প্রতীকে ভোট চান। এ সময় তারা লিফলেট বিতরণ ছাড়াও পথসভায় বক্তব্য দেন। এমিলির গণসংযোগ : সাঈদ খোকনের পক্ষে গণসংযোগ করেছেন সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। তিনি শ্যামপুর থানার জুরাইন রেল কলোনিতে বিভিন্ন বাসাবাড়ি, দোকানে গিয়ে মানুষের কাছে ইলিশ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট সানজিদা খানম, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাসির আহমেদ ভুইয়া, হেলেন আক্তার প্রমুখ। বিকালে সাঈদ খোকনের পক্ষে পুরান ঢাকার সূত্রাপুর থানায় কর্মিসভা করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সূত্রাপুর থানা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে এ সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মুকুল বোস, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, লিয়াকত সিকদারসহ স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ধার্মিক ব্যক্তিদের পাশে চান রনি : আওয়ামী লীগের সাবেক এমপি দক্ষিণের মেয়র প্রার্থী গোলাম মাওলা রনি হিন্দু, মুসলিমসহ সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে আংটি প্রতীকে ভোট চেয়েছেন। গতকাল তিনি পাটুয়াটুলী জামে মসজিদে প্রায় ১০ হাজার মুসল্লির উদ্দেশে বক্তব্য দেন। পরে তাঁতিবাজার এলাকায় সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। দিনভর তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে মতবিনিময় করেন। এর মধ্যে সদরঘাট খানকাহ মসজিদ, সদরঘাট কেন্দ্রীয় মসজিদ, বিউটি বোর্ডিং, ভিক্টোরিয়া জামে মসজিদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। রনির স্ত্রী কামরুন্নাহার রুনু কামরাঙ্গীরচর, আজিমপুর এলাকায় গণসংযোগ করেন।

 

 

সর্বশেষ খবর