শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

রেলের তিনটি মেগা প্রকল্পের শুভ সূচনা

লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইনসহ রেলওয়ের তিনটি মেগা প্রকল্পের আজ শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম-চিনকি আস্তানা ও চট্টগ্রাম রেলস্টেশন রি-মডেলিং প্রকল্পের উদ্বোধন এবং লাকসাম-আখাউড়া ডাবল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রেলমন্ত্রী মুজিবুল হক এমপি লাকসাম স্টেশনে উপস্থিত থাকবেন। রেলমন্ত্রী মুজিবুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডাবল লাইন প্রকল্পটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুত সময়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। এক্ষেত্রে যাত্রীবাহী ট্রেন চলাচলে এক ঘণ্টা ও মালবাহী ট্রেনে কয়েক ঘণ্টা সময় কম লাগবে। নতুন লাইনে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগের লাইন স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী ট্রেন ১৫ থেকে ২২ ঘণ্টা ঢাকায় পৌঁছায়। যাত্রীবাহী ট্রেনকে সুযোগ দিতে বেশির ভাগ সময় পণ্যবাহী ট্রেন ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন স্টেশনে বসিয়ে রাখা হয়। নতুন ডাবল লাইন চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পণ্য পরিবহন নিশ্চিত হবে। প্রকল্পের কাজ শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম রেললাইনে আর সিঙ্গেল লাইন থাকবে না। বিভিন্ন রুটে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

 

সর্বশেষ খবর