শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সেই পাঠাগারটি এখন বিষঘর!

শেলফে সারি সারি বই। টেবিলে দৈনিক পত্রিকার স্তূপ। পাশেই রাখা মশক নিধনের বিষ, বিষ ছিটানোর মেশিন (ফগার)। মশক নিধনের বিষের গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। এই হচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালিত পীর হবিবুর রহমান পাঠাগারের বর্তমান চিত্র। বিষের গন্ধে চার বছর ধরে প্রাচীন এই পাঠাগারের দিকে পা বাড়ান না বইপ্রেমীরা। পাঠকদের কাছে এখন পাঠাগারটি 'বিষঘর' হিসেবেই পরিচিতি লাভ করছে। সিলেটের প্রাচীন জরাজীর্ণ পৌর পাঠাগারটি তখন থেকে পীর হবিবুর রহমান পাঠাগার নামে যাত্রা শুরু করে।

সর্বশেষ খবর