শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
সিটি করপোরেশন নির্বাচন

মেয়র হলে সাইকেল চালাব : আনিসুল

মেয়র হলে সাইকেল চালাব : আনিসুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে সাইকেল র্যালি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ করেন -বাংলাদেশ প্রতিদিন

হাতে লাল-সবুজের পতাকা। গায়ে একই রঙের টি-শার্ট। চোখে-মুখে উচ্ছ্বাস, সবুজ নগরী গড়ার স্বপ্ন। গতকাল  সেই স্বপ্ন নিয়েই সাইকেলে চড়ে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। দূষণমুক্ত নগরী গড়ার প্রত্যয়ে তিনি এই ব্যতিক্রমধর্মী প্রচারণার আয়োজন করেন। এতে সাইকেলে চড়ে বিডি-সাইকেলিস্ট নামে একটি গ্রুপের দেড় শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। এ সময় আনিসুল হক বলেন, সাইকেল চালিয়ে খুব ভালো লাগছে। নির্বাচিত হলে দূষণমুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন গড়তে নগরবাসীকে সাইকেল চালাতে অনুপ্রাণিত করব। পাশাপাশি নিয়ম করে নিজেও সাইকেল চালাব। সাইকেলের জন্য যে আলাদা লেনের দীর্ঘদিনের দাবি, নির্বাচিত হলে তা পূরণের চেষ্টা করব।’
পরে কাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করে স্থানীয় এমপি কামাল মজুমদারকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেন।

সর্বশেষ খবর