শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
রামপুরা ট্র্যাজেডি

গ্রেফতার হননি যুবলীগ নেতা মনির

রামপুরা ট্র্যাজেডির ঘটনার জন্য দায়ী করে যার বিরুদ্ধে মামলা হয়েছে সেই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী ওরফে মনিরকে তিন দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি ঘটনার পরপরই আত্মগোপনে চলে গেছেন মনির। তাকে ধরার জন্য চেষ্টা চলছে। তবে স্থানীয়দের অভিযোগ ওই বাড়িটির মালিক প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতারে গড়িমসি করছে। এদিকে দেবে যাওয়া বাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখনো সীমিতভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ঝিলের ওপর তৈরি দোতলা টিনশেডের বাড়ি দেবে হতাহতের ঘটনায় গত বৃহস্পতিবার বাড়ির মালিক যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। পুলিশের খিলগাঁও জোনের এসি নূর আলম বলেন, ওই বাড়ির মালিক মনিরকে ধরতে অভিযান চলছে। তবে গতকাল পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি দলের নেতা এবং প্রভাবশালী হওয়ায় পুলিশ মনিরকে গ্রেফতারে সময় পার করছে। বছর দুয়েক আগে ঝিলের মধ্যে অবৈধভাবে দোতলা টিনশেড ঘর তৈরি করে ভাড়া দেন তিনি। তারা অভিযোগ করেন, মালিবাগ চৌধুরীপাড়ায় বউবাজার সংলগ্ন ওই ঝিলের ওপর ৫০টির বেশি টিন-কাঠের দোতলা বাড়ি রয়েছে।
 

সর্বশেষ খবর