মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

হাছান আলীর রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মোহাম্মদ হাছান আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এখন যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। হাছান আলীর বিরুদ্ধে প্রসিকিউটর মোহাম্মদ আলী ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, আসামির বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ, লুটসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে প্রতিটিই প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ মামলায় প্রত্যক্ষদর্শী ও ভিকটিমরাও সাক্ষ্য দিয়েছেন। অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রসিকিউটর আবুল কালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তিতর্ক ও তথ্য-উপাত্তের মাধ্যমে আমরা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণ করতে পেরেছি। এ কারণে আমরা আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ রেখেছেন। এখন যে কোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। আইনজীবী আবদুস শুকুর খান বলেন, এ মামলার অভিযোগগুলোর মধ্যে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। ১৯৭১ সালে ওই এলাকায় সংঘটিত বিভিন্ন ঘটনা সত্য। কিন্তু এর সঙ্গে আসামির কোনো সম্পৃক্ততা নেই। গত বছরের ১১ নভেম্বর ছয় অভিযোগে হাছান আলীর বিচার শুরু হয়। মাহিদুর ও আফসারের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ : মানবতাবিরোধী অপরাধের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের মো. মাহিদুর রহমান ও মো. আফসার হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমরা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্কের মাধ্যমে এ মামলার আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ কারণে ট্রাইব্যুনালে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি।' আজ আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবী আবদুস সুবহান তরফদার।

 

সর্বশেষ খবর