বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

জাপার প্রার্থীদের হয়রানির অভিযোগ

ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের চাপে পড়েছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। তাদের অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে। তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। জাপার শীর্ষস্থানীয় নেতারা আওয়ামী লীগসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও সুরাহা হচ্ছে না। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, সেজন্য আমরা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সঙ্গে কথা বলেছি।' জিয়াউদ্দিন বাবলু আরও বলেন, 'হয়রানির শিকার জাতীয় পার্টির প্রার্থীরা প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন।' জাপা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব জহিরুল আলম রুবেল বলেন, 'আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগ নামধারীরা আমাদের প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছেন। রিটার্নিং অফিসারসহ পুলিশ প্রশাসনের কাছে নালিশ জানানো হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো হুমকি-ধমকি বেড়েই চলেছে।' রুবেল আরও বলেন, 'আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে কোন কোন কাউন্সিলর প্রার্থীকে হয়রানি করা হচ্ছে সে তালিকাও দেওয়া হয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন। তবে এ অবস্থা চলতে থাকলে নির্বাচন বর্জন করব আমরা।' জানা গেছে, শনিবার ১১ নম্বর ওয়ার্ডে জাপা সমর্থিত কাউন্সিলর প্রার্থী সেলিম আহম্মদের কাজিরবস্তি এলাকায় নির্বাচনী ক্যাম্প আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন বন্ধ করে দেন। এর আগে তার খিলগাঁও বাগিচা ও ঝিলপাড়ের আরও দুটি ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাজী ইসমাইল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের আশরাফ হোসেন রাসেল, ৯ নম্বর ওয়ার্ডের আলমাস উদ্দিন, ১০ নন্বর ওয়ার্ডের জুবের আলম রবিন, ১৩ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মজুমদার, ২০ নম্বর ওয়ার্ডের হাজী আমানত উল্লাহ ও ৫১ নম্বর ওয়ার্ডের কাওছার আহম্মেদকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাপা নেতারা। ঢাকা উত্তর সিটিতে জাপার সমর্থনে ২২ জন সাধারণ এবং ছয়জন সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। আর দক্ষিণে ৩৩ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। উত্তরে দলের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহম্মেদ বাবুল মেয়র প্রার্থী। দক্ষিণে লড়ছেন প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন।

সর্বশেষ খবর