বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

জামায়াত নেতা-কর্মীর ঘরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি!

রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সদস্য সোলায়মান আলী। তার বাড়ির প্রতিটি ঘরে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, দু'একদিন পর পর পুলিশ বাড়িতে হানা দেয়। পুলিশের হাত থেকে বাঁচতে এই পথ বেছে নিয়েছেন তিনি। গ্রেফতার এড়াতে ৩৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের অনেক নেতা-কর্মীর ঘরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা হয়েছে বলেও জানান এই নেতা। জানতে চাইলে জেলা জামায়াতের আমির এ টি এম আজম খান বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারের পর অনেক নেতা-কর্মীর সন্ধানও পাওয়া যাচ্ছে না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঘরে রাখার পাশাপাশি নানা কৌশল অবলম্বন করে নেতা-কর্মীরা গ্রেফতার এড়াচ্ছেন। রংপুরে জামায়াত-অধ্যুষিত এলাকা মিঠাপুকুর উপজেলা। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদেই জামায়াত নেতারা নির্বাচিত হয়েছেন। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, একাধিক নেতা-কর্মীর বাড়িতে গ্রেফতার অভিযান চালাতে গিয়ে তাদের ঘরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখতে পাওয়া যায়। নেতা-কর্মীদের স্বজনরা জানান, তারা নাকি জামায়াতের রাজনীতি করেন না। আওয়ামী লীগ করে বলেই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঘরে রেখেছেন। একই মন্তব্য করেন পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম।

সর্বশেষ খবর