বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

৩০ হাজার আবেদনকারী হজে যেতে পারছেন না

হজে যেতে প্রথমবারের মতো কোটার চেয়ে আবেদনের সংখ্যা বেশি হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ব্যাংকে টাকা জমা দিলেও সরকারি-বেসরকারি মিলিয়ে এবার ৩০ হাজার আবেদনকারী হজে যেতে পারছেন না। হজের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে সচিব চৌধুরী মো. বাবুল হাসান, যুগ্ম-সচিব (হজ) হাসান জাহাঙ্গীর আলম ও উপ-সচিব (হজ) জাহাঙ্গির আলম ও ফয়জুর রহমান ফারুকী বক্তব্য রাখেন। উপ-সচিব ফারুকী বলেন, এক লাখ ১১ হাজার ১২ জন হজে যেতে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। কিন্তু এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জন। তাই অতিরিক্ত ৯ হাজার ২৫৪ জন হজে যেতে পারবেন না। চৌধুরী মো. বাবুল হাসান বলেন, হজ এজেন্সিগুলো জানিয়েছে কোটার অতিরিক্ত আরও প্রায় ৩০ হাজার জন হজে যেতে আবেদন করেছেন। এবার তারা হজে যেতে পারবেন না।

সর্বশেষ খবর