বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

মীর কাসেমের আপিল কার্যতালিকায়

মীর কাসেমের আপিল কার্যতালিকায়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিলের আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। গতকাল বিকালে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের আজকের কার্যতালিকায় মামলাটি দ্বিতীয় ক্রমিকে দেখা গেছে। মীর কাসেমের অন্যতম আইনজীবী শিশির মুহাম্মদ মনির বলেন, 'বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে'। এ মামলায় সারসংক্ষেপ দাখিলের জন্য আদালত আজ দিন ধার্য করতে পারেন। গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেন। আসামির বিরুদ্ধে আনা অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ ১৪টির মধ্যে ১০টি অভিযোগ বিচারে প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল আসামিকে সর্বোচ্চ দণ্ড দেন। এ দণ্ড থেকে খালাস চেয়ে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। সিরাজ, লতিফ ও আকরামের মামলায় যুক্তিতর্ক ৫ মে : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আবদুল লতিফ তালুকদার ও খান মোহাম্মদ আকরাম হোসেনের মামলায় ৫ মে যুক্তিতর্ক গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

 

সর্বশেষ খবর