বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম চষে বেড়াচ্ছেন ক্যাপ্টেন তাজুল ইসলাম

চট্টগ্রাম চষে বেড়াচ্ছেন ক্যাপ্টেন তাজুল ইসলাম

চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আ জ ম নাসিরকে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের সমর্থন ঘোষণা করে তার পক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম চষে বেড়াচ্ছেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি।

আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটি মনোনিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য আ জ ম নাসিরকে হাতি মার্কায় ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়ন তরান্বিত করতে তিনি নগরবাসীর কাছে ভোট প্রার্থনা করছেন।

গত সোমবার বিকালে চট্টগ্রামস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে (নাগরিক কমিটির অফিস) চট্টগ্রামে বসবাসরত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের মত বিনিময় সভা উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম চিশতীর সভাপত্তিতে অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নাগরিক ঐক্যের কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমদ চৌধুরী, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব (প্রশাসন) সফিকুল বাহার মজুমদার টিপু, মহাসচিব অর্থ আলহাজ্ব শরীফ উদ্দীন, মহাসচিব কল্যাণ আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতিক, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি এস এম দিল মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা কমল মিত্র, মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বুলবুল গুহ। মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের নির্বাচিত কমান্ডার মুজাফফর আহমদ।

মুক্তিযোদ্ধারা সর্বসম্মতিক্রমে আ জ ম নাসিরকে সমর্থন করেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আ জ ম নাসিরের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন।

গতকাল মঙ্গলবার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন অবঃ এবি তাজুল ইসলাম এমপি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেউদ্দিন, নাগরিক কমিটির কো চেয়ারম্যান নঈম চৌধুরী সহ অন্যান্যদের নিয়ে গনসংযোগ করেন ও আ জ ম নাসিরের পক্ষে ভোট চান। ক্যাপ্টেন তাজকে পেয়ে চট্টগ্রামে অধ্যায়নরত ব্রাহ্মণবাড়িয়ার ছাত্ররা ফুলেল শুভেচ্ছা জানান।

এ দিকে চট্টগ্রাম জেলা কমান্ডার শাহবুদ্দিনের ও মহানগর কমান্ডার মোজাফফরে নেতৃত্বে কয়েকটি টিম গনসংযোগ করছে।

জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব (প্রশাসন) সফিকুল বাহার মজুমদার টিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কারণ বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য অনেক করেছেন। তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা তিন সিটিতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন  
 


 

সর্বশেষ খবর