সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভোটারদের প্রতি শেষ চিঠি আনিসুলের

ভোটারদের প্রতি শেষ চিঠি আনিসুলের

ঘড়ি হাতে নিয়ে ভোট চাইলেন আনিসুল হক

দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে শুধু যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক। গতকাল বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ১০ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টার আয়োজিত শেষ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ভোটারদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে তিনি বলেন, 'যাদের আমি মনে করি আমার স্বজন, তাদের কাছে প্রচারণার শেষ দিনে আরও একটি চিঠি লিখেছি, যেমনটি লিখেছিলাম প্রচারণার প্রথম দিন।' শেষ বার্তা হিসেবে আনিসুল ভোটারদের আরও বলেন, 'আগামী দুই দিন নিজের সঙ্গে বোঝাপড়া করুন। মনে করবেন মেয়র নির্বাচন করছেন নিজের জন্য, নিরাপদ ঢাকার জন্য। আর এ কাজে যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিন।' তিনি বলেন, 'আমি মনে করি বয়স, অভিজ্ঞতা, সততা- এসব কিছুর পরিমাপে আমিই যোগ্য প্রার্থী।' ঠিক ২০ দিন আগে বুদ্ধিজীবী কবরস্থান থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন আনিসুল হক। শেষও করলেন সেখানেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আনিসুল হকের স্ত্রী রুবানা হকসহ স্থানীয় কর্মী-সমর্থক ও আওয়ামী লীগ নেতারা।

 

সর্বশেষ খবর