সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

শুরু হচ্ছে এসএমএস ঝড়...

প্রচারণা শেষ। রাত পোহালে ভোট। তবু শেষ হয়েও শেষ হচ্ছে না 'আরেক প্রচারণা'। শেষবারের মতো ভোট চাইতে আসছে এসএমএস (খুদে বার্তা) ঝড়। পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রার্থীরা বিশেষ করে মেয়র প্রার্থীরা শেষ মুহূর্তে ঝড় তুলবেন মোবাইলে। ইতিমধ্যে এই ঝড়ের পূর্বাভাস দিয়েছে মোবাইল কোম্পানিও।

সূত্র জানায়, বেশ কয়েকজন মেয়র প্রার্থী মোবাইল অপারেটর ও ইন্টারনেট কোম্পানির সঙ্গে এসএমএস পাঠানো সংক্রান্ত চুক্তি করেছেন। আজ বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকে কয়েক ধাপে ৩০ লাখ এসএমএস পাঠাবেন তার কর্মীরা। গতকাল সন্ধ্যা থেকেই উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের জন্য এসএমএসে ভোট চাওয়া শুরু হয়েছে। এসএমএসের ঝড়ে আরও এগিয়ে আছেন এই সিটির আরেক প্রার্থী তাবিথ আউয়াল। দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের পক্ষ থেকেও আজ ভোটারদের খুদে বার্তা পাঠানো হবে।

সর্বশেষ খবর