বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

বিপাকে পড়ার শঙ্কায় চসিকের শীর্ষ কর্তারা

বিপাকে পড়ার শঙ্কায় চসিকের শীর্ষ কর্তারা

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) নতুন মেয়র নির্বাচিত হওয়ায় বিভাগীয় প্রধানসহ বেশকিছু কর্মকর্তা বিপাকে পড়ার আশঙ্কায় রয়েছেন। এ নিয়ে নির্বাচনের পর থেকে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন, চলে আলোচনা-সমালোচনা। জানা যায়, সেবা প্রদানকারী এই সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘ দিনের। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এ পদে নিয়োগ দেওয়ার অভিযোগে মামলা করেন একই বিভাগে কর্মরত ডা. শাহানা পারভিন। মামলাটি সচল হলে সৃষ্টি হতে পারে নতুন জটিলতা। প্রধান আইন কর্মকর্তা সরওয়ার ই আলম অবসরে যাওয়ার পরও পদে বহাল আছেন। মামলা সংক্রান্ত কাজে ঢাকা যাওয়ার নাম দিয়ে প্রতি মাসে চসিক থেকে যাতায়াত বাবদ অন্তত এক লাখ টাকা বিল আদায় করার অভিযোগ তার বিরুদ্ধে। প্রধান রাজস্ব কর্মকর্তার পদটি বিসিএস ক্যাডারের হলেও প্রথমবারের মতো মামলা ও নানা কৌশলে পদটি দখলে নিয়েছেন সাবেক ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমেদুল হক। এ পদে থেকেই তিনি লেক সিটিতে নিজের নামে জমি কেনাসহ নানা অভিযোগ আছে। প্রায় দুই বছর ধরে নেই প্রধান প্রকৌশলী। প্রকৌশল বিভাগ চলছে তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের দিয়ে। ফলে দায়িত্ব পেয়ে উন্নয়ন কাজে নানা অনিয়মের অভিযোগ উঠে প্রকৌশলী আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামের বিরুদ্ধে। প্রায় ১৮ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে প্রধান শিক্ষা কর্মকর্তার পদ পান অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ। এ নিয়েও অভিযোগের শেষ নেই। গত পাঁচ বছর ধরে ভারপ্রাপ্ত হিসেবে আছেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। দায়িত্বে অবহেলাসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সাইফুদ্দিন কাতেবীর বিরুদ্ধেও আছে অভিযোগের পাহাড়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর