শনিবার, ১৬ মে, ২০১৫ ০০:০০ টা

আজ পবিত্র শবেমিরাজ

পবিত্র শবেমিরাজ আজ। এক মহিমান্বিত রাত। এ রাতে রসুলুল্লাহ (সা.)-এর মিরাজ বা নভোমণ্ডল ভ্রমণের বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছিল। মিরাজের মাধ্যমে উম্মতে মুহাম্মদীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধান ইসলামে স্বীকৃতি লাভ করে।

হাদিসেও এ ঘটনাকে 'মিরাজ' বলেই বর্ণনা করা হয়েছে। মিরাজ অর্থ উন্নতি বা ঊর্ধ্বে ওঠা। আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে ঊর্ধ্ব জাহানে আরোহণ করিয়েছেন বলেই এ ভ্রমণকে মিরাজ বলা হয়।

পবিত্র কোরআনে রসুলুল্লাহ (সা.)-এর নভোমণ্ডলের এ ভ্রমণকে 'ইসরা' শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। 'ইসরা' শব্দের অর্থ রাতে ভ্রমণ।

মিরাজের ঘটনা রাতে সংঘটিত হয়েছিল বলেই একে 'ইসরা' বলা হয়েছে।

 

সর্বশেষ খবর