রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

আইনের শাসন না থাকায় নারীর ওপর নিপীড়ন

আইনের শাসন না থাকায় নারীর ওপর নিপীড়ন

নারীর নিরাপত্তার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশে আইনের শাসন না থাকার কারণেই বিভিন্ন স্থানে নারীর উপর নিপীড়নের ঘটনা বাড়ছে। গতকাল রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এসব কথা বলেন বক্তারা। ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনা ও আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ।
‘নারীর নিরাপত্তা কেন কোনোভাবেই নিশ্চিত করা যাচ্ছে না’- উত্তরে ড. মশিউর রহমান বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির বিধান করতে হবে। তাদের সামাজিকভাবে বুঝিয়ে দিতে হবে এ সমাজে তাদের স্থান নেই। নাজনিন আহমেদ বলেন, নারীর ক্ষমতায়নকে সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য সরকারকে ভাবতে হবে। নারী উন্নয়ন নীতির যথাযথ বাস্তবায়ন হলে এমন হতো না। দেলোয়ার হোসেন বলেন, অনেক ক্ষেত্রে নারীর উপর নিপীড়নের ঘটনায় পুরুষতান্ত্রিক মানসিকতা দায়ী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন না থাকাটাই এসব ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী। ‘অবৈধপন্থায় সমুদ্রপথে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যে সংকট এখনো চলছে, প্রতিবেশী মিয়ানমারের সব ধরনের সহযোগিতা ছাড়া তার কী টেকসই সমাধান সম্ভব’? উত্তরে ড. মশিউর রহমান বলেন, এ অবস্থার উন্নয়ন করতে হলে আরও কিছু সময় লাগবে। ড. দেলোয়ার হোসেন বলেন, মানব পাচারের বিষয়ে কিছু স্থায়ী সমাধান পাওয়া গেলেও রোহিঙ্গা ইস্যুতে স্থায়ী সমাধান পেতে মিয়ানমারের সাহায্য সবচেয়ে বেশি দরকার।

সর্বশেষ খবর