রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা
চট্টগ্রামে ইউজিসি চেয়ারম্যান

উচ্চশিক্ষার সংকট না থাকলেও সমস্যা আছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান গতকাল চট্টগ্রামের এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে উচ্চশিক্ষার সংকট নেই, তবে নানাবিধ সমস্যা রয়েছে। এরমধ্যে প্রধান সমস্যা, দেশের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়নি। দুপুরে নগরীর পোর্ট সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নবনিযুক্ত এ চেয়ারম্যান আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতের শিক্ষার্থীরা যে উচ্চতায় চিন্তা করে, আমাদের দেশের শিক্ষার্থীরা সেটা করে না। কারণ আমরা শিক্ষার মান বজায় রাখতে পারছি না। ফলে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। কারণ শিক্ষাই জনগণকে জনসম্পদে রূপান্তর করে।’

সর্বশেষ খবর