মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে কারাগারে থাকা তিন পরিবহন শ্রমিকের জামিনের বিষয়ে আশ্বাসের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাস মালিকদের দাবির পরিপ্র্রেক্ষিতে যশোরে সোহাগ পরিবহনে ডাকাতির ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি ঘটনা তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকার পক্ষ থেকে বাস মালিকদের আশ্বাস দেওয়া হয়। এদিকে টানা ছয় দিন পর বাস ধর্মঘট প্রত্যাহার হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে খুলনা-যশোরসহ বিভাগের ২২ জেলায় বাস ও দূরপাল্লার যানবাহন চলাচল রাত সাড়ে সাতটার পর শুরু হয়।
খুলনায় লাঠিচার্জ : খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, যশোর-কুষ্টিয়া রুটে চলাচলকারী সিএনজি ও মাহেন্দ্র বন্ধ করা নিয়ে পরিবহন শ্রমিক ও মাহেন্দ্র চালকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করেছে। গতকাল সকালে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। পরিবহন ধর্মঘটের সময় মাহেন্দ্র গাড়িতে যাত্রী আনা নেওয়ায় বাধা দিতে গেলে পরিবহন শ্রমিকদের সঙ্গে এ বিরোধের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা মাহেন্দ্র চালকদের মারধর করে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে সড়কের ওপর থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।

সর্বশেষ খবর