মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

দুর্নীতি প্রতিরোধে দুদক টিআইবি সমঝোতা

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রতিটি দেশেই দুর্নীতি প্রতিরোধে অধিকতর গুরুত্ব দিচ্ছে। এ চুক্তির মাধ্যমে দুদক ও টিআইবি একত্রে দুর্নীতি প্রতিরোধে কাজ করলে জনসাধারণকে দুর্নীতির বিরুদ্ধে জাগিয়ে তোলা সহজ হবে। যদি দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায় তবে দমনের কাজটি সহজ হবে। দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে কমিশন বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে নতুন যাত্রা শুরু হলো। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম, সুশীল সমাজ, বেসরকারি সংস্থাসহ সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি দুদকের গবেষণা ও প্রচারণামূলক কাজে সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান।

 

সর্বশেষ খবর