শিরোনাম
বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

তথ্যপ্রযুক্তি মেলা শুরু ১৫ জুন

তথ্য প্রযুক্তি মেলা শুরু হচ্ছে ১৫ জুন। চলবে তিন দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বাংলাৃদশ আইসিটি পেৃপা ২০১৫' শীর্ষক এ মেলার আয়োজন করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ১৫ জুন দুপুর সাড়ে ১২টায় মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজকরা। সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, মেলার আহ্বায়ক মুজিবুর রহমান, বিসিএসের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম। সংবাদ সম্মেলনের শুরুতে আইসিটি এক্সপোর লোগো উন্মোচন করা হয়। আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, মেলার দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও বাংলাদেশ সরকারের ১০টিরও বেশি মন্ত্রণালয় তাদের সেবা প্রদর্শন করবে।

 

সর্বশেষ খবর