বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

রমজানে দাম বাড়ালে ছাড়া হবে না : নাছির

রমজানে দ্রব্যের মূল্য বাড়ালে এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করেছেন তিনি। গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি বলেন, 'প্রশাসন কিংবা সরকারের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন। আমদানিকারক থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত একটি সমন্বয় থাকতে হবে। কৃত্রিমভাবে দ্রব্যের দাম বৃদ্ধিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি দায়িত্ব নিয়ে কাজ করব।

সর্বশেষ খবর