বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

একে-অপরকে দায়ী করে বক্তব্য

টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

বরিশাল গণপূর্তের ৬ কোটি টাকার কাজের টেন্ডার জমা দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মঈন তুষার গ্রুপের চার সদস্য সাইদুর রহমান, মনির, রফিক ও মিরাজ আহত হয়েছেন। এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কক্ষের আসবাবপত্র এবং মঈন তুষার গ্রুপের একজনের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের সময় সেখানে পুলিশ থাকলেও তারা নির্বিকার ছিল বলে অভিযোগ করেছেন গণপূর্ত অধিদফতরের ৪র্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি নাজমুর রহমান বাদল। সূত্র জানায়, দপদপিয়া সেতুর পূর্বপ্রান্তে কর্ণকাঠিতে মেরিন একাডেমির ছয়তলা কোয়ার্টার নির্মাণের ৫ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকার টেন্ডার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত মঙ্গলবার। এই কাজের বিপরীতে ছয়টি দরপত্র বিক্রি হয়েছিল।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক অভিযোগ করেন, তার বড় ভাই নুরুল আমীন টেন্ডার জমা দিতে মঙ্গলবার বেলা ১১টায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে গেলে তাকে বাধা দেয় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া বিএম কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মঈন তুষার ও তার লোকজন। খবর পেয়ে তিনি (রাজ্জাক) সেখানে গেলে তাকেও গালাগাল করেন তুষার। এ নিয়ে বাদানুবাদ হলেও তিনি বাধা উপেক্ষা করে টেন্ডারবক্সে দরপত্র জমা দেন। এ সময় মঈন তুষার এবং তার অনুসারীরা রাজ্জাক ও তার অনুসারীদের ওপর হামলা চালায়। রাজ্জাকের অভিযোগ, মঈন তুষার এর আগে বিএম কলেজের অধ্যক্ষকে মারধর এবং কলেজ ভাঙচুর করেছে। ওই ঘটনার পর তুষারকে দল থেকে বহিষ্কার করা হয়। সে ছাত্রলীগের কেউ নয়। হামলার অভিযোগ অস্বীকার করে মঈন তুষার বলেন, তিনি গণপূর্তের তালিকাভুক্ত ঠিকাদার। তিনিসহ অন্যান্য ঠিকাদাররা গত মঙ্গলবার দরপত্র জমা দিতে গেলে তাদের বাধা দেয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও তার সহযোগীরা।

 

সর্বশেষ খবর