বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

অবশেষে তারা প্রকাশ্যে

দীর্ঘ পাঁচ মাস পর প্রকাশ্যে এসেছেন রাজশাহী নগর বিএনপির শীর্ষ নেতারা। এ বছরের ১২ জানুয়ারি থেকে তারা আত্দগোপনে ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে সাতটি মামলা হয়। পুলিশ তাদের গ্রেফতারে অভিযানও চালায়। এরপর থেকে তারা আত্দগোপনে ছিলেন।

গত রবিবার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন এই তিন শীর্ষ নেতা। মঙ্গলবার রাতে তারা রাজশাহীতে ফেরেন। গতকাল প্রকাশ্যে নগরীর বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু জানান, তার বিরুদ্ধে যেসব মামলা ছিল সবগুলোতে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে মিলন ও বুলবুলের নামে থাকা মামলাগুলোর জামিন হয়েছে।

সর্বশেষ খবর