শিরোনাম
বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

কাউন্সিলরদের সতর্ক করলেন চসিক মেয়র

কাউন্সিলরদের সতর্ক করলেন চসিক মেয়র

হোল্ডিং ট্যাক্স নিয়ে রিভিউ কমিটির নামে কোনো কাউন্সিলর যাতে অতীতের মতো ব্যবসা করতে না পারেন, সে জন্য কাউন্সিলরদের সতর্ক করলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। হোল্ডিং ট্যাক্স নিয়ে হয়রানি ও ব্যবসায়িক প্রবণতা রোধে ওয়ার্ডভিত্তিক কোনো রিভিউ কমিটি নয়, কেন্দ্রীয়ভাবে একটি আপিল কমিটি রাখা এবং প্রতি এলাকায় অভিযোগ বক্স বসানোর ঘোষণা দিয়েছেন মেয়র। তিনি নগরীর রামপুর ওয়ার্ডে ঈদগাহ স্কুল মাঠে এলাকাবাসীর সংবর্ধনার জবাবে এ কথা বলেন। মেয়র বলেন, 'সুবিধাবঞ্চিতদের উপকারে না এলে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে। বসে বসে বেতন খাওয়ার সুযোগ দেওয়া হবে না কাউকেই।' মঈন উদ্দিন আহমেদ মিন্টুর সভাপতিত্বে ও সভায় ওয়ার্ড কাউন্সিলর এস এম এরশাদুল্লাহ ও জেসমিন পারভীন জেসীকেও সংবর্ধনা দেওয়া হয়।

 

সর্বশেষ খবর