বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা
নিমতলী ট্র্যাজেডি দিবস পালিত

পাঁচ বছরেও মামলা না হওয়ায় ক্ষোভ

পাঁচ বছরেও মামলা না হওয়ায় ক্ষোভ

ভয়াল নিমতলী ট্র্যাজেডির দীর্ঘ পাঁচ বছর পার হলেও দায়ীদের বিরুদ্ধে মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার ট্র্যাজেডির পঞ্চম বর্ষ পালনের সময় এ ক্ষোভ প্রকাশ করেন তারা।

২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নবাব কাটারায় কেমিক্যাল গোডাউন থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারান ১২৪ জন বাসিন্দা। মঙ্গলবার পুরান ঢাকায় সিটিজেন্স রাইট মুভমেন্টের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাম নেতা মনজুরুল আহসান খান, স্থানীয় এমপি হাজী সেলিমসহ নিহতদের স্বজন, এলাকার বিপুলসংখ্যক মানুষ এ কর্মসূচিতে যোগ দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো মামলা না হওয়ায় এখনো নিমতলী থেকে অপসারিত হয়নি কেমিক্যালের গুদাম ও দোকান। উল্টো নতুন লাইসেন্স নিয়ে নিমতলীতে গড়ে উঠেছে কেমিক্যালের গুদাম। ফলে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, নিমতলী ট্র্যাজেডির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।

 

সর্বশেষ খবর