বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

জুলাই থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা

আগামী অর্থবছরে মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, চলতি অর্থ বছরে সংসদের বাজেট অধিবেশনে তা ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। যা জুলাই থেকে কার্যকর হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অসহায় মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরিতে অনুদান দেওয়া হবে।

আর যুদ্ধাহত ২ হাজার ৮০০ মুক্তিযোদ্ধার জন্য বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তবে সরকার মনে করে, মুক্তিযোদ্ধাদের জন্য এটাও যথেষ্ট নয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে মুক্তিযোদ্ধাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে, সে ব্যাপারে আইনি প্রক্রিয়াও চলছে। এটি শেষ হলেই চূড়ান্ত গেজেট আকারে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। নকল করা যাবে না এমন আইডি কার্ড প্রদান করা হবে।

সর্বশেষ খবর