বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা

টিসিবির পাঁচ পণ্য বিক্রি আজ শুরু

রমজান উপলক্ষে খোলা বাজারে চিনি, মসুর ডালসহ পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আজ থেকে বিক্রি শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশে ১৭৪টি স্থানে ট্রাকে করে পাঁচটি পণ্য বিপণন শুরু হবে বলে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। টিসিবির কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ঢাকায় ২৫টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি স্থানে ও বাকি জেলা সদরে দুটি স্থানে ট্রাক যোগে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু হবে। প্রাথমিকভাবে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি করা হবে বলে জানান তিনি।

টিসিবি জানিয়েছে, প্রতি কেজি চিনি ৩৭ টাকা, প্রতি কেজি মসুর ডাল (নেপালি) ৫৩ টাকা, এ ছাড়া ১ ও ২ লিটার সয়াবিন তেলের বোতল প্রতি লিটার ৮৯ টাকা করে এবং ৫ লিটারের বোতল প্রতি লিটার ৮৮ টাকা করে বিক্রি হবে বলে জানিয়েছে টিসিবি।

সর্বশেষ খবর