বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
রমজানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

তিনস্তরের নিরাপত্তা পরিকল্পনা ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত

পবিত্র রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনস্তরের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। ছিনতাইকারী, মলম পার্টি, গামছা পার্টি, পকেটমার ও প্রতারকদের দৌরাত্ম্য ঠেকাতে তৈরি করা হয়েছে পাঁচ শতাধিক জনের একটি তালিকা। তাদের গ্রেফতার করতে দুয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে বিশেষ অভিযান। পাশাপাশি বিভিন্ন শপিংমলে যৌন হয়রানি ও ইভজিটিং ঠেকাতে নিজস্ব উদ্যোগে (ক্লোজ সার্কিট টেলিভিশন) সিসিটিভি লাগানোর পরামর্শও দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে। সূত্র জানায়, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান এবং সড়ক-অলিগলির এ তিন বিষয়কে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ অন্যান্য সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দুয়েকদিনের মধ্যে মাঠে নামছে পুলিশের বিশেষ টিম।' জিানা যায়, রমজানে মহানগরীতে ছিনতাই, মলম পার্টি, গামছা পার্টি এবং পকেটমারের দৌরাত্ম্য ঠেকাতে সিএমপির ১৬ থানার প্রায় ২২০টি স্পটকে ছিনতাইপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ছিনতাই, মলম পার্টি, গামছা পার্টি এবং পকেটমারের পাঁচ শতাধিক জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। যাদের মধ্যে আড়াই শতাধিকই হচ্ছে পেশাদার ছিনতাইকারী। নগরীর অধিক ছিনতাইপ্রবণ ২০টি স্পটও চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে- বিআরটিসি ফলমন্ডি, নিমতলা, ফরেস্ট গেট, বহদ্দারহাট ফ্লাইওভার, চট্টগ্রাম কলেজ এলাকা, জিইসি মোড়, ওয়্যারলেস গেট, সিঅ্যান্ডবি কলোনি, সিরাজোদ্দৌলা রোড, নিউমার্কেট, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা, প্রবর্তক মোড়, পোর্ট কানেক্টিং রোড, ডিসি হিল, এমএম আলী রোড, আলমাস এলাকা, নেভালের মোড়, মোহরা, ফয়েজ লেক এবং সিআরবি এলাকা।

 

সর্বশেষ খবর