বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা
চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

রমজানে মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টায়) অনুষ্ঠিত হবে। হিজরি ১৪৩৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে আজ রাত থেকেই মসজিদে মসজিদে বাদ এশা তারাবিহ নামাজ শুরু হবে। সেক্ষেত্রে কাল বৃহস্পতিবার পয়লা রমজান থেকে মুসলমানরা মাসব্যাপী রোজা রাখা শুরু করবেন। আজ চাঁদ দেখা না গেলে কাল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এদিকে রমজান মাসজুড়ে ব্যবসায়ী মহল ও ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতেই প্রথম রমজানের রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর