বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

চিকিৎসক দম্পতির বাসায় ডাকাতি

সিলেট নগরীর পাঠানটুলায় চিকিৎসক দম্পতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা উভয় বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় সোয়া লাখ টাকা লুটে নিয়েছে। গতকাল ভোর রাতে পাঠানটুলার ডা. সন্দ্বীপ কানুনগো ও অশোক বর্মণের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। একই বাসার দ্বিতীয় তলায় ডা. সন্দ্বীপ ও তৃতীয় তলায় অশোক বর্মণ বসবাস করেন।

পুলিশ জানায়, ভোর রাতে চিকিৎসক দম্পতি ডা. সন্দ্বীপ ও ডা. দিপুর এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অশোক বর্মণের বাসায় ১০-১২ জন ডাকাত পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করে।

ডাকাত দল ডা. সন্দ্বীপের বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা এবং অশোক বর্মণের বাসা থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা লুটে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় তারা বাসার কলাপসিবল গেটে তালা দিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ও আশপাশের বাসিন্দারা এসে তাদের উদ্ধার করেন।

জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর