অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নদী ভাঙনের কারণে দেশে প্রতি বছর প্রচুর জমি নষ্ট হচ্ছে। আমাদের কৃষি খাতকে বাঁচাতে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এ দুর্যোগ যাতে কমে যায় সে বিষয়ে পরিকল্পনায় ব্যবস্থা নিতে হবে। স্বাদু পানির ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করতে হবে। কেননা এখন দেখা যাচ্ছে স্বাদু পানি পান করা ও কৃষি কাজে ব্যবহারসহ নানা ধরনের অপব্যবহার হচ্ছে। লবণাক্ত পানি বাড়ার কারণে লবণাক্ত সহনীয় ধান আবিষ্কার করা হচ্ছে। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বিশ্বব্যাংকের সঙ্গে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর মাধ্যমে পানি সম্পদ নিয়ে ১০০ বছরের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) বাস্তবায়নে যুক্ত হলো বিশ্বব্যাংক। এতে সংস্থাটি দীর্ঘ মেয়াদি এ পরিকল্পনা তৈরি এবং পরবর্তীতে বাস্তবায়ন পর্যায়ে সহযোগিতা দেবে।