মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

গম আমদানির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ব্রাজিল থেকে আমদানি করা গমের বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল রিটটি করেন আইনজীবী পাভেল মিয়া। আবেদনে আমদানি করা গমের মান নিয়ে অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ও বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের (বারি) মাধ্যমে গম পরীক্ষার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া মানহীন গম আমদানি ও সরবরাহ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিয়মের অভিযোগ কেন তদন্তের নির্দেশনা দেওয়া হবে না- তা জানাতে রুল চাওয়া হয়েছে। রিটে খাদ্য সচিব, মহাপরিচালক, বিএসটিআই মহাপরিচালক, বারি চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

 

সর্বশেষ খবর