মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

ফখরুলের জামিন স্থগিতের আবেদন শুনানি ২ জুলাই

নাশকতার অভিযোগে করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। সেখানে ২ জুলাই এ বিষয়ে শুনানি হবে। রাজধানীর পল্টন থানার এ তিন মামলায় ২১ জুন হাইকোর্ট থেকে জামিন পান মির্জা ফখরুল। এরপর রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে গতকাল আবেদন করে। আদালতে ফখরুলের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন, সগীর হোসেন লিয়ন ও সাজ্জাদ হায়দার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নাশকতায় উসকানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টনে হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে পুলিশ। ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেফতার হন মির্জা ফখরুল। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর