মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

হাসপাতালের সাততলা থেকে ফেলে ২৫ দিনের শিশু হত্যা

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ২৫ দিন বয়সী আবদুল্লাহ শিকার হলো পৃথিবীর নৃশংসতার। হাসপাতালের সাততলা থেকে ছুড়ে ফেলে দিয়ে হত্যা করা হলো নিষ্পাপ শিশুটিকে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ আটক করেছে শিশুটির এক আত্মীয়াকে। শিশুটির বাবা ফজলুল হক পেশায় গাড়ি চালক। থাকেন সাভার পৌরসভার জামসিং মহল্লায়। সাভারের একটি ক্লিনিকে ভূমিষ্ঠ হওয়ার পর রক্তে জীবাণুর সংক্রমণ ও মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আবদুল্লাহকে গত ৬ জুলাই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার দিনগত রাতে একই কেবিনে অবস্থান করছিলেন মা নুরুন্নাহার (২৫), স্বামী ফজলুল হক ও তার ফুফু জবেদা খাতুন (৫০)। রাত ২টায় মায়ের বুকের দুধ পান করার পর শিশুটিকে নিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। শিশুটির বাবা ফজুলল হক জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আমার ফুফু শাশুড়ি আমাদের ডেকে তোলেন। তিনি জানান, বাবুকে (আবদুল্লাহ) পাওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পর খবর পাই, আমার আবদুল্লাহর নিথর দেহ পড়ে আছে হাসপাতালের নিচে। সেখান থেকে ওয়ার্ড বয়রা শিশুটিকে তুলে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর