মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের কমিটি নেই কাউন্সিলর ২৫ জন

ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কোনো কমিটি ছাড়াই ২৫ জনকে কাউন্সিলর করা হয়েছে। এতে সেই কাউন্সিলররা জেলা, থানা ও ইউনিট পর্যায়ের কোনো কমিটির সদস্যও নন। অনেক বিএনপি-জামায়াত নেতাদের আপন ভাইও রয়েছেন। এ ছাড়া দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্যসহ অনেকেই কাউন্সিলর হওয়া সদস্যদের কেউই ছিলেন না বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়ও সৃষ্টি হয়েছে। নিয়মানুযায়ী কমিটি না থাকলে কাউন্সিলর হতে পারবেন না বলে জানিয়ে নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল বলেন, এ বিষয়টা আসলে খেয়াল করিনি। এতে বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। দক্ষিণ জেলা ছাত্রলীগের বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন সাকিব বলেন, কারা কাউন্সিলর হয়েছে জানি না। এ বিষয়ে আমি কিছু বলতেও চাই না। সিনিয়র নেতারাই সব জানেন। দক্ষিণ জেলা ছাত্রলীগের কাউন্সিলরদের মধ্যে সাবেক ছাত্রদল কর্মী কাইছার নেওয়াজ সাইমুন, বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের জামায়াতের আমিরের ছোট ভাই ইমরানুল হক, ছাত্রলীগের পদবিহীন শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরিজীবী সাইদুর রহমান জিসান, আবু তাহের, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, তাজ উদ্দিন, ছাত্রসেনা নেতার মিজানুর রহমান, এ কে এম পারভেজ, সাহেদুজ্জামান টিটু, রাশেদুল আরেফিন, মোহাম্মদ আলী, ইয়াছিন জনি, মো. জুনাইদুল হক, বোয়ালখালী উপজেলার ছাত্রসেনার নেতা শিহাবুল হক শিহাব, এস এম বোরহান উদ্দিন, এস এম কাশেম মিয়া, আরিফুল হাসান, খন্দকার আনিমুল ইসলামসহ ২৫ কাউন্সিলর।

সর্বশেষ খবর