মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
অ্যানেসথেসিওলজিস্ট সংকটে রমেক

জরুরি অস্ত্রোপচার ব্যাহত

অ্যানেসথেসিওলজি চিকিৎসক সংকটের কারণে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অস্ত্রোপচারের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আগে প্রতিদিন যেখানে জরুরি ও নিয়মিত ৮০-১০০ জন রোগীর অস্ত্রোপচার হতো সেখানে গত ২৫ দিন ধরে ৩০-৩৫ জনের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। বাধ্য হয়ে স্বজনরা তাদের রোগীকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করাচ্ছেন। এতে তারা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন; তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছেন। গত ১২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে 'অ্যানেসথেসিওলজিস্ট সংকটে রমেক হাসপাতাল' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। হাসপাতাল সূত্র জানায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালে বর্তমানে শয্যা সংখ্যা ১ হাজার হলেও গড়ে রোগী ভর্তি থাকছেন প্রায় ২ হাজার। ১৪টি বিভাগের আটটি অস্ত্রোপচার কক্ষের (অপারেশন থিয়েটার) জন্য প্রতিদিন ২৪ জন অ্যানেসথেসিওলজি চিকিৎসক প্রয়োজন। সেখানে অ্যানেসথেসিওলজি চিকিৎসকের ১২টি পদের আটটিই শূন্য। মাত্র চারজন দিয়ে পুরো হাসপাতালের জরুরি অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না। অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান সাইদুর রহমান বলেন, চারজন অ্যানেসথেসিওলজি চিকিৎসক দিয়ে এত বড় হাসপাতালের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। নতুন করে নিয়োগও দেওয়া হচ্ছে না।

 

সর্বশেষ খবর