মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

কৃষিঋণ নিয়ে জালিয়াতি করলেই শাস্তি : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কৃষিঋণ নিয়ে কোনো ধরনের জালিয়াতির ঘটনা ঘটলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কৃষিঋণ সময়মতো সঠিক কৃষকদের হাতে পেঁৗছানোর বিষয়টি ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে কৃষিঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, কৃষকদের নামে অকৃষকদের ঋণ দিলে ব্যাংককে জবাবদিহি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ এ বিষয়ে নজরদারি বাড়াবে। তিনি বলেন, সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে এ বছর ১৬ হাজার ৪০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।

সর্বশেষ খবর