মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
জিসান খুন

মোবাইল ফোনের জন্য রড দিয়ে পিটিয়ে হত্যা

মোবাইল ফোনের জন্য রড দিয়ে পিটিয়ে হত্যা

রাজধানীর ধানমন্ডিতে কিশোর আমিনুল ইসলাম জিসানকে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আড়াই মাস পর গত রবিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে- মেহেদী হাসান (২১), শরীফ হোসেন (২১), মোহাম্মদ ইমন (২১), হাসান আহম্মেদ জনি (২০), আসিফ ইকবাল অনিক (২০), অমিত হাসান (২১) ও ওয়াসিফ উল্লাহ গৌরব (২২)। পুলিশ জানিয়েছে, এরা সবাই পেশাদার ছিনতাইকারী। এদের মধ্যে দলনেতা মেহেদী হাসান। ডিবির ডিসি (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানান, গত ১২ মে রাতে ধানমন্ডি লেকের রফিক চত্বরে জিসানকে লোহার রড দিয়ে পিটিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে রাতে জিসান মারা যান। এ ঘটনায় জিসানের বাবা আজহার মুন্সী ধানমন্ডি থানায় মামলা করেন। ১৪ জুন মামলাটি ধানমন্ডি থানা থেকে উচ্চতর তদন্তের জন্য ডিবিকে দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ খবর