মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রাণঘাতী 'হেপাটাইটিস ভাইরাস' সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হবে। হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে ৫০০ মিলিয়ন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে'। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ ন্যাশনাল লিভার ফাউন্ডেশন রাজধানীতে শোভাযাত্রা ও গোলটেবিল আলোচনার আয়োজন করেছে। এ ছাড়া সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

সর্বশেষ খবর