মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগ সম্পাদক পদে সিলেটী, আনন্দের বন্যা

১৯৮৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন সিলেট বিভাগের মৌলভীবাজারের সুলতান মোহাম্মদ মনসুর। এরপর কেটে গেছে প্রায় ২৯ বছর। সিলেট বিভাগ থেকে কোনো নেতা উপমহাদেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে আসীন হতে পারেননি। প্রায় আড়াই যুগের খরা কাটিয়ে এবার সম্মেলনে গোপন ব্যালটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের সন্তান জাকির হোসেন। জাকিরের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়। দীর্ঘদিন পর সিলেট বিভাগে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব আসায় বিভাগজুড়ে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২৯ বছর ধরে অনেক সম্ভাবনাময় নেতৃত্ব থাকার পরও সিলেটের কাউকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদক পদে আসীন করা হয়নি। প্রতিবারই কমিটি গঠনের সময় বিভাগীয় কোটায় সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সহসম্পাদক ও কার্যকরী সদস্য রাখা হতো। এ নিয়ে সিলেটের নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ ছিল দীর্ঘদিনের। দলীয় সূত্র জানায়, এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও চেয়েছিলেন ছাত্রলীগের শীর্ষ পদে সিলেটের কাউকে। এ সুযোগে নিজের সততা, দক্ষতা ও স্বচ্ছ রাজনৈতিক প্রতিভাকে কাজে লাগিয়ে প্রার্থী হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাকির হোসেন।

সর্বশেষ খবর