মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বস্তিপ্রধান এলাকায় তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্র

বরিশাল নগরীর বস্তিপ্রধান কেডিসি (আবদুর রাজ্জাক স্মৃতি কলোনি) এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে তথ্যপ্রযুক্তির সেবা দিতে ডিজিটাল তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্র চালু করেছে সিটি করপোরেশন। নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় (সিডিসি) গতকাল বেলা ১২টায় কেডিসি এলাকায় সিটি মেয়র আহসান হাবিব কামাল স্কাইপিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে 'সিটি ডিজিটাল সেন্টারের' উদ্বোধন করেন। সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা আক্তার জানান, সিটি ডিজিটাল সেন্টারে বাংলা ও ইংরেজি কম্পোজ ও প্রিন্ট, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, ছবি তোলা ও স্ক্যানিং, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল ও নম্বর ফর্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন আগ্রহীরা।

সর্বশেষ খবর